|
Date: 2024-01-10 06:52:27 |
বাংলাদেশ রেলওয়ের স্থায়ী শূন্য পদ পূরণের জন্য নিম্ন লিখিত পদের জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে ।
◾পদ ২ টি হচ্ছে:-
সহকারী স্টেশন মাস্টার ( গ্রেড ১৫ )
সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড -২ ( গ্রেড ১৭ )
◾পদ সংখ্যা
সহকারী স্টেশন মাস্টার পদে ৪১৭ জন এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড -২ পদে ১৩৪ জন নিবে ।
উভয় ক্ষেত্রে বয়স ১৮-৩০ বছর এর মধ্যে থাকতে হবে ।
◾আবেদনের যোগ্যতা
সহকারী স্টেশন মাস্টার এর জন্য দ্বিতীয় শ্রেণীসহ স্নাতক পাশ করতে হবে ।
সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড -২ এর জন্য কমপক্ষে এইচ এস সি পরীক্ষায় পাশ করতে হবে । তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে ।
◾আবেদন করবেন যেভাবে
অনলাইন এ আবেদনের জন্য http://br.teletalk.com.bd সাইট এ প্রবেশ করতে হবে ।
◾অনলাইন আবেদন শুরু হবে ১৮/০১/২০২৪ তারিখ সকাল ৯.০০ টায় ও শেষ হবে ১৮/০২/২০২৪ বিকাল ৪.০০ টায়।
অনলাইন এ প্রাথমিক আবেদন শেষ করে যেকোনো টেলিটক প্রিপেইড সিম হতে ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে ।
◾আবেদন ফি
১) সহকারী স্টেশন মাস্টার -২২৩ টাকা ।
২) সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড -২ - ১১২ টাকা ।
© Deshchitro 2024