★কবিতা:★

সরষে ও মৌমাছি

লেখক :নুরনবি হাসান 

প্রকৃতিজুড়ে হলদে ফুল মৌমাছিদের মেলা নাচে গানে মুখরিত কাটে সারাবেলা। 



হলুদ রঙের ছোঁয়া লাগা পল্লী সকল মাঠ   মনের সুখে ওড়াউড়ি মৌমাছিদের হাট।


হলদে ফুলে মাখামাখি মৌমাছিরা হাসে ফুলের ঘ্রাণে মধু টানে আকাশ পানে ভাসে। 


সরষে ফুলে



সরষে ফুলে রঙ লেগেছে হলদেমাখা হাসি মধুর ঘ্রাণে মৌমাছিদের বড্ড নাচানাচি।   


প্রজাপতির মিতালিতে মৌমাছিদের মেলা চোখজুড়ানো মাঠ প্রান্তর  হলদে সারাবেলা।  


রাশি রাশি হলদে ফুলে রঙ লেগেছে বেশ দিবানিশি হলদে হাসি  হলুদ বাংলাদেশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024