|
Date: 2024-01-10 08:56:29 |
বুধবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের বর্ডার গার্ড স্কুল মাঠে প্রায় শতাধিক দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত পরিচালক মেজর মোঃ মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক মোঃ ইউনুস আলী।
শীতবস্ত্র পেয়ে রাবেয়া বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, কয়দিন থাকি খুব ঠান্ডা। হামার কাপড়ও নাই। আজক্যা বিজিবির কম্বল পানু, খুব উপকার হইল মোর। দোয়া করমো আল্লাহ এমারগুলার ভাল করুক।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোঃ আব্দুল মুত্তাকিম বলেন, কুড়িগ্রাম অঞ্চলটি বন্যার সময় বন্যা আর শীতের সময় খুবই শীত। এই দূ্র্যোগপূর্ন এলাকায় শীতের বৈরী আবহাওয়া থেকে মানুষের শীতের কষ্ট নিবারনে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এভাবে আপনাদের পাশে থেকে আমরা যেন সবসময় উপকার করতে পারি এই প্রত্যাশায়।
© Deshchitro 2024