|
Date: 2022-10-14 11:26:05 |
মাধবদী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা সহ ১ জন মাদক কারবারি কে গ্রেফতারেছে।এছাড়াও ও ০১টি সিআর তামিল এবং ৩৪ ধারায় ০৫ জন আসামী সহ সর্বমোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। আমরা আছি আপনাদের পাশে ,মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে।
এই স্লোগান কে সামনে রেখে নিরলস ভাবে দায়িত্ব পালন করছে মাধবদী থানা পুলিশ। মাধবদী থানার অফিসার ইনচার্জ জনাব রকিবুজ্জামান এর দিক নির্দেশনায় মাধবদী থানার এসআই শাহ আলম খান, এসআই সানোয়ার হোসেন, এসআই মোঃ রনি ভূইয়া, এএসআই হারেছ মিয়া, এএসআই রোবেল মিয়া, তাদের সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যের মিলিত ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ কেজি গাঁজা সহ উক্ত মাদক কারবারি কে গ্রেফতার করে।
এছাড়াও বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ১টি সিআর তামিল এবং ৩৪ ধারায় ০৫ জন আসামী সহ সর্বমোট ০৭ জন আসামী গ্রেফতার পূর্বক বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাধবদী থানার অফিসার ইনচার্জ জনাব রাকিবুজ্জামান বলেন মাধবদী থানার আওতাধীন প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল ও জনগনের নিরাপত্তার সার্থে এই অভিযান অব্যাহত থাকবে।মাধবদী থানা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নিরলস ভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
© Deshchitro 2024