|
Date: 2024-01-11 00:53:53 |
নতুন মন্ত্রী সভায় পুনরায় জায়গা পেতে যাচ্ছেন প্রয়াত সাংসদ ৪ বারের নির্বাচিত এমপি নওগাঁ মাটি ও মানুষের নেতা জনাব বাবু সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বোর্ড সভাপতির ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।তারই অংশ হিসেবে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে মন্ত্রিসভা থেকে ফোন পেয়েছেন নওগাঁ ৪৬।১ আসন থেকে নির্বাচিত সাংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি।
তারই অংশ হিসেবে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দেয়া হচ্ছে।সাধন চন্দ্র মজুমদার কে মন্ত্রিপরিষদ থেকে ফোন পাওয়ার পরই এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এই কনকনে শীতের মধ্যে শিশির ভেজা রাজপথ নেতাকর্মীদের মিছিলে স্লোগানে উত্তপ্ত।নেতাকর্মীরা মিছিলে স্লোগানে বলতে থাকেন-এই মূহুর্তে খবর এলো সাধন চন্দ্র মজুমদার পুনরায় মন্ত্রী হল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে দেখা যায়।নওগাঁ পোরশা, সাপাহার, নিয়ামতপুরে প্রত্যন্ত অঞ্চলে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে সাধারণ মানুষসহ অসংখ্য নেতাকর্মী।৭ই জানুয়ারি) নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
© Deshchitro 2024