নাটোরের লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ভুটভুটি উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম নওগাঁয় মৃত আত্মীয়কে দেখার উদ্দেশ্যে ভুটভুটি যোগে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন।


এ সময় পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় তেল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভুটভুটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী মারা যান। সকালে ওই গাড়িতে শুধু ওই দুই যাত্রীই ছিলেন বলে জানান তারা। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেয়া হচ্ছে। দুর্ঘটনার পর ভুটভুটি চালক পালাতক আছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024