|
Date: 2024-01-11 11:41:22 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার জননন্দিত মেয়র মোঃ মহসিন মিয়া মধু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম, পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার।
কালিঘাট রোড স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সভাপতি শিমুল আহমেদ, আয়োজক কমিটির মোঃ রমজান, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ জাকির প্রমুখ।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কালিঘাট রোড স্পোর্টস একাডেমির পক্ষ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
© Deshchitro 2024