কক্সবাজারের উখিয়ায় আশ্রয়ন প্রকল্প ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার।


বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১২টায় উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উখিয়া বহুমূখী সরকারি উচ্চ বিদ্যালয় এবং হলদিয়াপালং ইউনিয়নের বড়বিল এলাকায় একটি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ শামীম আলম।




এ সময় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোক্তার আহমদ, সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসেন আকন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদুল আলম কন্টাক্টর, প্রধান অতিথি মোঃ হারুন উর রশীদ নূরী, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ সহ শিক্ষকবৃন্দ।




বিদ্যালয় পরিদর্শন কালে শ্রেণির কক্ষ ঘুরে দেখেন। এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষানীয় বিভিন্ন পরামর্শ দেন। এবং সন্তোষজনক মন্তব্য প্রদান করেন ও বিদ্যালয়কে আরো বেগবান করার জন্য বিবিধ পরামর্শ প্রদান করেন তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024