ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ  ইউনিয়নের মোল্লাকান্দি গ্রাম থেকে আসিফ মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ গ্রামের  ফারুক মুন্সি ছেলে। আসিফ দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে আসিফের রুমে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পরিবার দেখে পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যায় পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে।


পুলিশ ও নিহতের পরিবার  জানায়, আসিফ মুন্সী একজন গরিব পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন । অর্থের অভাবে পরিবারের লোকজন  আসিফ মুন্সীকে ভালো  চিকিৎসা করাতে পারেন নাই। এই চিন্তা করে আজ নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে এস, আই হায়দার হোসেন জানান, খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024