|
Date: 2024-01-11 13:02:48 |
নওগাঁর ধামইরহাটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার এজাহার ভুক্ত আসামি ইমাম হোসাইনকে (২০) গ্রেফতার করেছে র্যাব। র্যাবের হাতে গ্রেফতার ইমাম হোসাইন উপজেলার দুলাল রব্বানীর ছেলে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার সময় এক বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, গত বুধবার রাতে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে অপহরণ মামলার এজাহার নামীয় আসামী ইমাম হোসাইনকে গ্রেফতারের মাধ্যমে ভিকটিম মোসা. তাসনিম আক্তার কে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মামলার বিবরণে জানাযায় উপজেলার ইসবপুর ইউনিয়নের তাহেরপুর এলাকার আবুল কালাম আজাদের মেয়ে তাসনিম আক্তার (১৩) গত ২৫ ডিসেম্বর সকালে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর রাস্তার উপর থেকে তাকে অপহরণ করে ওই যুবক। তাসনিমের বাবা বাদী হয়ে জানুয়ারি মাসের ১ তারিখে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমাম হোসেনকে ১ নং আসামী করে অজ্ঞাতনামা আরও ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
© Deshchitro 2024