|
Date: 2024-01-11 14:07:26 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে শেরপুর সদর-১ আসনে স্বতন্ত্র (ট্রাক) প্রতীকে বিজয়ী সংসদ সদস্য শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসেন ছানু, আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিজয়ী সংসদ সদস্য ও সংসদ উপনেতা এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নৌকা প্রতীকে বিজয়ী এডিএম শহিদুল ইসলাম ১০ জানুয়ারি বুধবার সকালে শপথ গ্রহণ করেছেন। মহান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করান। তাদের মধ্যে প্রথমে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে শেরপুর-২ আসনে বেগম মতিয়া চৌধুরী, শেরপুর-৩ আসনে এডিএম শহীদুল ইসলাম শপথ গ্রহণ করেন। পরে স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে শেরপুর-১ আসনে স্বতন্ত্র বিজয়ী সংসদ সদস্য মোঃ ছানুয়ার হোসেন ছানুসহ অপরাপর স্বতন্ত্র সংসদ সদস্যগণকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ গ্রহণ করান।
© Deshchitro 2024