|
Date: 2024-01-12 08:06:14 |
৷৷৷ মেয়ে
জাকারিয়া আহমেদ
প্রহর গুনি, স্বপ্ন বুনি
তোমার লাগি মেয়ে_
তোমায় ডাকি, তোমায় আঁকি_
তোমার গায়ে যেয়ে।
উন্মাদ মনে,দুঃখের বনে
তোমার লাগি মেয়ে_
তোমায় ভেবে,সেই যে কবে
গেছি আমি রয়ে।
রাত্রি জাগি, তোমার লাগি
নিয়ম করে রোজ_
আঁধার মাঝে, ফুলের সাজে
আসবে নিতে খোঁজ??
জড়াও আমায়, তোমার মায়ায়
কাজল চোখের মেয়ে_
ভাসবো আমি, হাসবো আমি
তোমার চোখে চেয়ে।
দাড়াও মেয়ে, আসছি বেয়ে
হয়ে নৌকার মাঝি_
সঙ্গী হবো, বসে রবো
একা নদে আজি।
© Deshchitro 2024