পড়তে বসে সবাই 

প্রতি সন্ধ্যা বেলা, 

চোখ দিয়ে পড়ি বই 

মাথায় অন্য খেলা। 


মন থাকে টিভিতে 

নয়-তো আমার ফোনে, 

ভিতর থেকে খোচা মারে 

প্রতি ক্ষণে ক্ষণে। 


বই রেখে মোবাইল নিয়ে 

বসি আমি যখন, 

হটাৎ করে উকি মারে 

আম্মু এসে তখন। 


এত্তোগুলা বকা দিয়ে 

নিয়ে যায় ফোন, 

তাইতো পড়তে বসলে আমার 

পড়ায় বসেনা মন ! 




তাবিয়া রহমান 

শ্রীনগর, মুন্সিগঞ্জ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024