|
Date: 2022-10-14 14:14:59 |
ডাসারে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন।
কালকিনি ও ডাসার প্রতিনিধিঃ
মোঃমানিক তালুকদার
মাদারীপুরের ডাসারে নাবালিকা ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক ফারুক মোল্লা(৩২) এর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ (১৪ অক্টোবর) শুক্রবার বিকালে ডাসার উপজেলার আ্ইসার বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে, ডাসার ইউনিয়নের পূর্ব দর্শনা গ্রামের ৪ বছরে শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে গত ৮ ই অক্টোবর ধর্ষন করে, একই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আমজাদ মোল্লার ছেলে ফারুক মোল্লা। এঘটনায় শিশুটির পিতা ডাসার থানায় মামলা করলে পুলিশ ১১ই অক্টোবর অভিযান চালিয়ে ধর্ষক ফারুক মোল্লাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
এই ঘটনার জেরে উপজেলার আশ্রয় থেকে ভাঙ্গাব্রীজ সড়কের আইসার বাজারে এলাকাবাসী ধর্ষক ফারুক মোল্লার ফাঁসির দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এসময় এলকাবাসী ধর্ষকের ফাঁসির দাবী জানান ।
© Deshchitro 2024