|
Date: 2024-01-12 16:48:44 |
বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। শুক্রবারে (১২ জানুয়ারি) রাজধানী ঢাকায় মন্ত্রীর বাসভবনে রুটিন ভিসি ও শিক্ষামন্ত্রীর মধ্যে কুশল বিনিময় হয়। এ সময় উপাচার্য শিক্ষামন্ত্রীকে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপাচার্য (রু.দা.) অধ্যাপক বদরুজ্জামান বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থায় দক্ষ ও স্মার্ট জনগোষ্ঠীর বিকল্প নেই।নবনিযুক্ত শিক্ষামন্ত্রী যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করন। প্রসঙ্গত, নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) পূর্বে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে এবার পূর্ণমন্ত্রী করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেই রেখেছেন।
© Deshchitro 2024