কক্সবাজার চকরিয়া উপজেলায় রেলপথ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শাহ আলম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টায় চকরিয়া বর‌ইতলী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ব্যক্তি চকরিয়া পহরচাঁদা গোবিন্দপুর সীমান্তে পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী।


স্থানীয় ব্যবসায়ী মো. কাদের বলেন, সকাল ৮টার দিকে ওই বৃদ্ধকে রেলপথ ধরে হাঁটতে দেখে যায়। কিছুক্ষণ পর ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করে।


পরে রেল লাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী কর্তৃপক্ষকে খবর দেয় বলে জানান তিনি।


কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024