|
Date: 2024-01-14 07:53:04 |
ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ইনস্টিটিউট ২০২৩-২৪ সালের শিক্ষাবর্ষের নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা।
রাজবাড়ী সদর উপজেলায় স্বজনকান্দায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ইন্সটিটিউট এর ২০২৩-২৪ সালের শিক্ষাবর্ষের নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ১৪ জানুয়ারি (রবিবার) সকাল দশটার সময় ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর ভবনের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব,মোঃ দুলাল উদ্দিন খান,অধ্যক্ষ,ইঞ্জিনিয়ার্স পলিটেকনিক ইনস্টিটিউট, রাজবাড়ী।
এ সময় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ শফিক মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন নন-টেক গণিত শিক্ষক অচিন্ত কুমার পাল, ,নন-টেক ইংরেজি শিক্ষক সুপ্রিয়া ভৌমিক , সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষক জাকির হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষক দেবা গোষ্মামী, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষক রাজিবুল ইসলাম , সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষক নিলয় ভদ্র, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিক্ষক মোছা:কাজী আফরিনা রেজিস্টার মোছাঃ মুনমুন আক্তার ,উপস্থাপনা করেন সুজন কুমার শীল।
এ সময় ২০২৩ - ২৪ সালের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এবং একই সাথে বিদায় শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার্থী আজিজুল ইসলাম বলেন,একটাই লক্ষ্য,হতে হবে দক্ষ,কর্মমুখী শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
এ সময় ৩২ জন বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল, কলম, স্মার্ট আইডি কার্ড, রুটিন বিতরণ করা হয়।
১০০ জন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় আরো বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024