|
Date: 2022-10-14 16:42:28 |
জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসে টিনশেট ঘরের চালা ভেঙে দূর্ঘটনায় খোরশেদ আলম (২২) নামে এক দর্শক নিহত ও আহত হয়েছেন ১০ জন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে সিলেট হবিগঞ্জের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যান সমিতির এক প্রিতি ফুটবল ম্যাচ খেলায় ফুটবল প্রেমী দর্শকদের উপচেপড়া ভিড় হলে খেলাটি দেখতে স্টেডিয়ামের পাশের একটি টিনশেড ঘরের চালার উপর উঠে। খেলা চলাকালীন হঠাৎ করেই টিনশেড ভেঙে দূর্ঘটনায় ১ জন নিহত হয় ও ১০ জন আহত হয়।
খেলা দেখতে এসে এ দূর্ঘটনায় একজন দর্শক নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব।
© Deshchitro 2024