মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তদারকি করার কেহ নাই। উৎপাদন ও কৃষি বান্ধব বর্তমান সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য অকাতরে বিলিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা।

সরকার সম্পূর্ণ ফ্রি দিচ্ছে বীজ, সার এবং উৎপাদনের জন্য ব্যবহার্য বিভিন্ন যন্ত্রাংশ। সরকার চোখ বন্ধ করে অনুমোদন দিচ্ছে কৃষি ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প। অথচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তার কব্জাবন্দি সরকারের সেই কাংখিত উন্নয়ন। সাতক্ষীরা সদর উপজেলা বল্লী ইউনিয়নের আমতলা ব্লকে মিললো তারই প্রমাণ।

সরিষা ক্ষেতে গমের সাইনবোর্ড। তাহলে সরকারের দেওয়া ভর্তুকির সার ও বীজ গেল কোথায়? এমন প্রশ্নের উত্তর মিলাতে পারছে না স্থানীয় কৃষকরা। সাইনবোর্ডে কৃষকের তথ্যে দেওয়া মোবাইল নাম্বারটা ভূয়া। একারণে নামীয় কৃষক মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। আমতলা ব্লকে সরকার নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরুফা সুলতানা ব্যবহৃত মুঠো ফোনে যোগাযোগ করা হলেও তার ফোন রিসিভ হয়নি।

সদর উপজেলায় বিভিন্ন ব্লকে খোঁজখবর নিলে হয়তো আরো মিলবে এই ধরনের স্মার্ট স্টাইলে দুর্নীতির স্থীরচিত্র। অবলীলায় চলমান এসমস্ত দুর্নীতি বন্ধ না হলে জনবহুল এই দেশের মানুষ একদিন হয়তো খাদ্যাভাবে মানুষকেই খাদ্য হিসাবে বেছে নিবে। অতিদ্রুত এই হীন দুর্ণীতি বন্ধে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট উপ-পরিচালক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সরকারের সুবিধা বঞ্চিত এলাকার সাধারণ কৃষকরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024