কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শ্যামল ভৌমিককে সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব তরফদারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। 


শনিবার সন্ধ্যায় প্রচ্ছদ মিলনায়তনে প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৪-২০২৫ মেয়াদের ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলা, আশিষ বকসী, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মৌসুমি রহমান বুবলী, সাংস্কৃতিক সম্পাদক শ্যামলী ভৌমিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক লিটন দাস, নাট্য সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তী বাবন, সহ-নাট্য সম্পাদক এনামুল হক সাগর, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃ শাহেদুজ্জামান লিমন, সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক প্রতিভা চক্রবর্তী বর্ণ, দপ্তর ও প্রচার সম্পাদক স্বপন কুমার দাস, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক দিবাকর বোস দিগন্ত, কোষাধ্যক্ষ মোকলেছুর রহমান মুকুল, কার্যকরী সদস্য- দুলাল বোস, জুলকারনাইন স্বপন, ইমতে আহসান শিলু, হেলাল জাহাঙ্গীর, জুলিয়া জুলকারনাইন রত্না, ফাল্গুনী তরফদার, রঞ্জিত কুমার দাস, হাবিবুর রহমান দুলাল, রোকনুজ্জামান রুকু, দীপিকা রায়। 


সভায় উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন যে, ৪৩ বছরের অতি প্রাচীন এই সাংস্কৃতিক সংগঠনটি নতুন কমিটির মাধ্যমে আরো গতিশীল সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বাঙালী সংস্কৃতির বিকাশ ও প্রসার ঘটাতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024