ঝালকাঠির রাজাপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপদন,  সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত উফশি আমন (ব্রি ধান ৫২) জাতের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ৷ রোববার বিকেলে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের শুক্তাগড় ব্লকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় ৷ 


উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি ঝালকাঠি এর উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম৷ বিশেষ অতিথি ছিলেন উক্ত প্রকল্পের মনিটরিং অফিসার মো: তাজুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ রিফাত শিকদার,  অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি ।


এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুন্নেছা পাপড়ি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আবুল বসার জোমাদ্দার, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ ও কৃষক কৃষাণীবৃন্দ। মাঠ দিবস অনুষ্ঠানে অতিথিগণ গুনগত বীজ উৎপাদনের গুরুত্ব ও আধুনিক কলা-কৌশল তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তৃতায় গুনগত বীজ উৎপাদনে বীজ উৎপাদনকারী কৃষক গ্রুপের সদস্যদের উদ্বুদ্ধ করেন এবং উৎপাদিত বীজ স্থানীয় কৃষকদের কাছে বিক্রয়, বিনিময় করতে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি খোরপোষ কৃষি কে বানিজ্যিক কৃষিতে রূপান্তরে কৃষকদের উদ্বুদ্ধ করেন৷ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023