|
Date: 2024-01-15 12:35:13 |
আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে মহন মন্ডল (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী কলোনী এলাকার ওয়াজেদ মন্ডলের ছেলে। সোমবার (১৫ জানুয়ারি) ভোররাতে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
জানা যায়, মহন মন্ডল গতকাল রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। ভোররাতে মন্ডলের ঘর থেকে গোঙানির আওয়াজ শুনতে পায়। তার ঘরে এসে অসুস্থ দেখে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় গ্যাসট্যাবলেট খেয়েছে। তখন তাকে অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থা অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নেওয়ার পথে রাস্তায় মারা যায়। বাবা ওয়াজেন মন্ডল জানান, সে ভারসাম্যহীন ছিলেন। মানুষের মধ্যে তেমন চলাফেরাও করত না। এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে।
© Deshchitro 2024