চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার উপর প্রবাহিত সাঙ্গু নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আদায়, ১ টি স্কেভেটর ও বালুভর্তি ২টি ট্রাক জব্দ করা হয়। সাঙ্গু নদীতে পানির স্রোত ও নাব্যতা না থাকায় বিভিন্ন জায়গায় চর জেগে উঠায় দীর্ঘ দিন অবৈধ বালু এবং মাটি ব্যবসায়িরা প্রশাসনের সাথে লুকোচুরি করে এই ব্যবসা করে আসছিল। জানাযায় সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে মাঝি ও জেলে কমে গেলেও অবৈধ মাটি এবং বালু ব্যবসায়িরা ক্ষমতাসীন লোকের পরিচয় বহন করে এই চরগুলো দখলে রেখে ব্যবসা করে আসছিলেন।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসন দোহাজারী পৌরসভা এলাকার চাগাচর মৌজার সাঙ্গু নদীর পাড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে হাতে-নাতে একই কাটগড় এলাকার গুল মোহাম্মদের ছেলে মোঃ সোহেল রানা নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১ টি স্কেভেটর ও ২ টি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
এ সময় চন্দনাইশ থানার এস আই মুজিবর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024