|
Date: 2024-01-15 14:37:20 |
কলমাকান্দায় বেসরকাী উন্নয়ন সংস্থা আশার শিক্ষা সেবিকাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার শিক্ষা সেবিকাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারী) উপজেলায় আশা পাচগাও ব্রাঞ্চে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে হয়েছে। চলবে আগামীকাল মঙ্গলবার ১৬ জানুয়ারী/২৪ পযর্ন্ত।
এতে সভাপতিত্ব করেন আশা পাচগাও ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তাজ উদ্দিন আহমেদ, প্রধান অতিথি ছিলেন আশা কলমাকান্দা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ ফরমান উল্লাহ,প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ভবতোষ পাল।
প্রশিক্ষণে অংশ গ্রহন করেন উপজেলার রংছাতি ইউনিয়নের আশা সংস্থা পরিচালিত ১৫ টি শিক্ষা কেন্দ্রের ১৫ জন শিক্ষা সেবিকা ও একজন শিক্ষা সুপার ভাইজার।
উল্লেখ্য যে, আশা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক কর্মসুচী হিসাবে গ্রামের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচী নিয়েও কাজ করে আসছে। কলমাকান্দা উপজেলার আশার পাচগাও, বাউসাম, নাজিরপুর, গুতুরা ও সিধলি ব্রাঞ্চের অধীনে ৭৫ টি শিক্ষা কেন্দ্রের ৭৫ জন সেবিকার মাধ্যমে প্রায় ২৬২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে আসছে।
অন্যান্যদের মধ্যে আশা পাচগাও ব্রাঞ্চের সিনিয়র সহকারী ম্যানেজার আব্দুর রহিম সহ সকল লোন অফিসার উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024