স্টেট ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (সুবা) এর উদ্যোগে বাস্তুহারা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত সোমবার রাত ৯ টার দিকে ধানমন্ডি মেইন ক্যাম্পাসের সামনে শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবা'র সভাপতি ডা: শওকত আরা হায়দার এবং সঞ্চালনা করেন সুবা'র সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূইয়া রাসেল। এই কার্যক্রমের উদ্বোধন করেন সুবার সহ-সভাপতি ও অতিথি ডট কম এর এডমিন ডিরেক্টর ড. সিরাজুল ইসলাম।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবা'র কোষাধ্যক্ষ সুজিত রঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার (বাবু), তানভীর আলম, আইন সম্পাদক এডভোকেট শাবনুর আকতার স্বপ্ন, উপ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সুবা'র রিলেশনশীপ অফিসার নিশান সহ সুবার সদস্যবৃন্দ।

 অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। © ফাইল ছবি। 

উদ্বোধনী অনুষ্ঠানে ড. সিরাজুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বাস্তুহারা মানুষ যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


সুবা'র সভাপতি এবং সাধারণ সম্পাদক একইসুরে তাল মিলিয়ে বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024