|
Date: 2024-01-17 07:17:57 |
রাজবাড়ীতে ৩ সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রী (২৩) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গতকাল মঙ্গলবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষীপুর গ্রামের শহীদ মুন্সীর ছেলে জুবায়ের মুন্সী (২৭) কে আসামি করা হয়েছে।
ধর্ষণের স্বীকার ওই নারী জানিয়েছেন, তার স্বামী দীর্ঘ দিন ধরে প্রবাস থাকেন। তিনি তার নিজ বাড়ীতে ৩ ছেলে মেয়ে নিয়ে বসবাস করেন। এরই মাঝে আসামি জুবায়ের মুন্সী তাকে প্রেমসহ কুপ্রস্তাব দেয়ে আসছিলো। তবে তিনি তাতে সারা না দিলে তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করবে বলে হুমকী দেয়। এরই অংশ হিসেবে গত ১৪ জানুয়ারী রাত ৮টার দিকে প্রাকৃতিক ডাকে সারা দিতে তিনি ঘরের বাইরে যান। সে সময় কৌশলে জুবায়ের তার বসত ঘরে প্রবেশ করে আত্মগোপনে যায়। তিনি ঘরে প্রবেশ করতেই জুবায়ের জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ওই সময় তিনি চিৎকার করেন। এতে জুবায়ের পরিস্থিতি বেগতিক দেখে সে দ্রæত পালিয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যায় এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, আসামিে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
© Deshchitro 2024