শতাব্দী থেকে শতাব্দী 
ইমরান খান রাজ 

◾◾◾


সবুজ ঘাসের উপর যেমনি ভাবে 
জড়িয়ে থাকে ফোটা ফোটা শিশির 
আকাশচুম্বী বৃক্ষের বুকে যেভাবে 
জড়িয়ে থাকে নরম লতাপাতা 
সমুদ্রের গভীরে মাছগুলো যেভাবে 
সুরক্ষিত থাকে শতাব্দী থেকে শতাব্দী 
পাখিরা যেভাবে ঘুরে বেড়ায় 
এক ফুল থেকে আরেক ফুল 
ঠিক সেভাবে আমিও আগলে রাখবো 
অন্তরের গহীন ঘরে তোমায় ভালোবেসে। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024