নিহত তমজিদ চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা গ্রামের আবদুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকালে হালাকাকারা এলাকায় গ্রামার স্কুলের পাশে মাস্টার মো. গিয়াস উদ্দিনের নির্মানাধীন বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করছিল তমজিদ। এসময় তিনতলা ছাদ থেকে অসাবধানতাবসত পা পিছলে নিচে পড়ে যায় সে। পরে গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় তমজিদ।চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ###


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024