|
Date: 2024-01-17 09:52:17 |
শ্যামনগরে বীরমুক্তিযোদ্ধাদের আয়োজনে নবনির্বাচিত এমপির সংবর্ধনা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার(১৭ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে শ্যামনগর-কালিগঞ্জ (আংশিক) এর নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়।
নবনির্বাচিত এমপিকে বীরমুক্তিযোদ্ধাবৃন্দের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের পর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি এস এম আতাউল হক দোলন।
প্রধান অতিথি বক্তব্যে দেশ গঠনে বীরমুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরেন। তিনি মুক্তিযোদ্ধাদের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা জি এম ওসমান গণি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, গাজী আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ডলার প্রমুখ।
ছবি- শ্যামনগরে বীরমুক্তিযোদ্ধাদের আয়োজনে নবনির্বাচিত এমপির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি আতাউল হক দোলন।
© Deshchitro 2024