জয়পুরহাটের আক্কেলপুরে নুসরাত জাহান তন্নি (১৮) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল সোমবার (১৫ জানুয়ারি) উপজেলার শান্তা দক্ষিণপাড়া গ্রামের মোঃ শাজাহান আলীর মেয়ে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান তন্নিকে স্মার্ট ফোন (মোবাইল) কিনে না দেওয়ায় পিতা-মাতার উপর অভিমান করে নিজ শয়নকক্ষে আত্মহত্যা করে।

পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তন্নির পিতা মোঃ শাজাহান আলী জানান, তন্নি দীর্ঘ দিন থেকে স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য আবদার করছিল। কিন্তু আমরা কিনে দিতে পারি নাই। আমাদের উপর অভিমান করে তন্নি নিজ শয়নকক্ষে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কলেজ ছাত্রী তন্নীর লাশটি উদ্ধার করা হয়েছে। তন্নীর লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আক্কেলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024