আমার বাংলাদেশ

 এম ইয়াকুব হাসান অন্তর।


◾◾◾


 তোমার বুকে জন্ম আমি নিয়াছি

তোমার মাঝে কতই নাধন -রতন

আমি দেখেছি,

মাগো, তোমার কুলে জন্ম নিয়ে

আমি স্বার্থক জনম পেয়েছি।


তোমারই সবুজ শ্যামল বনানীতে

কত কিছু দেখেছি,

স্বপ্নের চাওয়া পাওয়া -বাস্তবে তা

আমি পেয়েছি,

মাগো, তোমার কুলে জন্ম নিয়ে

আমি স্বার্থক জনম পেয়েছি।


তোমারই দোয়েল কোয়েল, ময়না শ্যামা

গাহে তোমার মধুর সামা,

কতই না আমি শুনেছি,

মধুর এই উদাসী সুরে

আমি ঘর ছাড়া,বাড়ী ছাড়া পথিক সেজেছি,

মাগো তোমার কুলে জন্ম নিয়ে

আমি স্বার্থক জনম পেয়েছি।


তোমারই আকাঁ- বাকাঁ পথে

কত আউল- বাউলা সুরে

কত গুণগান শুনেছি,

বৈরাগ্যভাবে তোমায় পাওয়ার

স্বপ্নের জাল বুনেছি,

মাগো তোমার কুলে জন্ম নিয়ে

আমি স্বার্থক জনম পেয়েছি।


তোমারই শিশু কিশোরের মুখে

স্বাধীন বাংলা ভাষা কত ভঙ্গিমায় 

বলতে আমি দেখেছি,

তোমার পাগলপারা হয়ে

তোমার অ আ ক টাকে ভাল করে শিখেছে,

মাগো তোমার কুলে জন্ম নিয়ে

আমি স্বার্থক জনম পেয়েছি।


তোমারই নজরুল রবীন্দ্র এর মত

মহান বীরের লেখা

তোমারই কত প্রশংসার কথা

আমি শুনেছি,

তাই,আমি তাদের শ্রদ্ধার সাথে

বুকের পাজরে রেখেছি,

মাগো,তোমার কুলে জন্ম নিয়ে

আমি স্বার্থক জনম পেয়েছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024