অমর একুশে গ্রন্থমেলা বা বইমেলা মানেই লেখক পাঠকদের মিলন-মেলা। এই বইমেলাকে ঘিরে চলে নানান প্রস্তুতি। লেখকরা তাদের সৃজনশীলতার মাধ্যমে পাঠকদের জন্য সারি-সারি বই প্রকাশ করে থাকেন। বলা যায় এক সাহিত্যের পাহাড় গড়ে তোলেন। পাঠকরা অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন নতুন বইয়ের জন্য।  অমর একুশে গ্রন্থমেলা বা বইমেলা-২০২৩ আসতে খুব বেশি সময় নেই। এই বইমেলার পূর্ব ক্ষণে প্রকাশক লেখকদের মধ্যে চলে বই প্রকাশের আলাপ-আলোচনা। সেই প্রেক্ষাপট ধরে ' গত ১২ ই অক্টোবর ( বুধবার ) জ্ঞানকোষ প্রকাশনীর সাথে খায়রুজ্জামান খান সানি'র নতুন বইয়ের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। '



ছবি: লেখক ও জ্ঞানকোষ প্রকাশনীর নির্বাহী সম্পাদক 


খায়রুজ্জামান খান সানি। এই সময়ের আলোকিত মুখ। একজন তরুণ কলাম লেখক, কবি ও উপন্যাসিক। যুক্ত আছেন সৃজনশীল বিভিন্ন সংগঠনের সাথে।  মোট কথা, একজন সব্যসাচি বলা যায়। লেখক সানির কাছে বই সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জ্ঞানকোষ প্রকাশনীর  থেকে 'যেখানে স্মৃতিরা বেঁধেছিল' এই শিরোনামে প্রকাশিত হবে উপন্যাসটি। এটি আমার ২য় উপন্যাস। যার ধরণ ' রোমান্টিক থৃলার' । 


এই উপন্যাস পাঠকরা কেন পড়বে বা কেন পড়া উচিত এই প্রশ্নের জবাবে লেখক খায়রুজ্জামান খান সানি বলেন,  'কনীনিকা' আমার প্রথম উপন্যাস মলাটবদ্ধ হওয়ার পর প্রকাশিত হয় ২১' বইমেলায় এবং পাঠক হৃদয়ে ছুঁয়ে যায়। যা আমাকে দ্বিতীয় বই লেখার অনুপ্রেরণা যোগায়। আশা করছি 'যেখানে স্মৃতিরা বেঁধেছিল' বইটি পাঠক ভালবেসে আগলে নিবে। ছুঁয়ে যাবে হৃদয়। রোমাঞ্চকর গল্পের সাথে কিছু ট্র‍্যাজেডিক মূহুর্ত যা পাঠক হৃদয় আকৃষ্ট করে রাখবে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের সকলের একজন মানুষ থাকা দরকার যে মানুষ আমাদের দিনশেষে বুঝবে, খুঁজবে, ভাল থাকার,  ভাল রাখার গল্প শোনাবে। কিছু স্মৃতি গড়বে। স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে শেখাবে। হারানোর গল্প শোনাবে। পাঠক নতুন অনুভূতির সাথে পরিচিত হতে পারবে বলে বইটি পড়া উচিত। 



ছবি: ২০২১-অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত প্রথম উপন্যাস ' কনীনিকা'


উল্লেখ্য, খায়রুজ্জামান খান সানি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায়  সম্পাদকীয় কলাম লিখে থাকেন। তাঁর চিন্তা ভাবনা পাঠকদের মাঝে তুলে ধরেন। এছাড়া লেখক সানি গল্প , কবিতার মধ্যে দিয়ে তাঁর সাহিত্য চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে চালিয়ে যাচ্ছেন। অমর একুশে গ্রন্থমেলা-২১ এ খায়রুজ্জামান খান সানির প্রথম উপন্যাস 'কনীনিকা' শিরোনামে 'পুস্তক প্রকাশনা' থেকে প্রকাশিত হয়েছিল। যা পাঠকপ্রিয়তা লাভ করে এবং লেখককে নতুন বই  আনতে অনুপ্রাণিত করে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024