কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক-৩ প্রকল্পের আয়োজনে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার ধোবাউড়া উপজেলার নারী পুরুষ কৃষক দলের সদস্য সদস্যদের নিয়ে মাঠ দিবস উদযাপন করা হয়। মাঠ দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিবিএএনসি কমিটির সভাপতি মি: অসীম সাংমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি মি: মহামেন রাংসা, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক-৩ প্রকল্পের কৃষি কর্মকর্তা মিস এনা নকরেক, মাঠ কর্মকর্তা মি: অতুল ম্রং, মি: নিশান রেমা, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ধোবাউড়া উপজেলার মনিটরিং অফিসার। আলোচনায় বক্তারা মাঠ দিবস এর লক্ষ্য উদ্দেশ্য এবং মাঠ দিবসের গুরুত্ব সম্পর্কে সহভাগিতা করেন এবং জৈব উপায়ে চাষাবাদের গুরুত্ব তুলে ধরেন। মুক্ত আলোচনায় কৃষকগন তাদের অভিজ্ঞতা সহভাগিতা করেন। আলোচনা শেষে কৃষকদের উৎপাদিত শাকসবজির প্রদর্শিত স্টল অতিথিবৃন্দ এবং বিভিন্ন দলের সদস্যগন পরিদর্শন করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024