ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ড্রাইভার নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা- ফরিদপুর মহাসড়ক ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে । নিহত পিকআপের চালক ও মালিক নুর ইসলাম ফকির (৫৫), পিতা- মৃত আবু ফকির, সাং- গজারিয়া, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর। 


পুলিশ সূত্রে জানা যায, গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী ডিম বোঝাই পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-৯৮৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এ সময় চাঁপা পড়ে পিকআপের চালক ঘটনা স্থলেই নিহত হয়। দূর্ঘটনা কবলিত পিকআপটি থানা হেফাজতে আটক আছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024