শ্যামনগরে সূর্যের দেখা নেই, চলছে গুড়ি গুড়ি বৃষ্টি
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত তিন চার দিন যাবত সূর্যের দেখা নেই। বৃহস্পতিবার(১৮ জানুয়ারী) সকাল থেকে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি।
সকাল থেকে বইছে হালকা বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টির কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকে তাপমাত্রাও কমেছে।
সারাদিনে গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা বাতাসের কারণে সড়কে জনসাধারণের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম রয়েছে। স্কুল কলেজে শিক্ষার্থী উপস্থিতি একটু কমও রয়েছে বলে জানা যায়।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলার ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের শীতবস্ত্র ক্রয়ের ভীড়ও লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টির কারণে এই উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন শীতের প্রকোপের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডা জনিত রোগে অসুস্থ হয়ে শিশুদের ভর্তির হার বেশী। এছাড়া বয়স্ক মানুষও ভর্তি হয়েছেন।

উপজেলা সদরে পুরানো শীতবস্ত্র ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন শীতে শিশুদের পোষাক বেশী বিক্রী হচ্ছে। দাম অন্যান্য বছরের তুলনায় একটু বেশী। তবে তিনি ক্রেতা কম বলে দাবী করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন শীতের প্রকোপের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ও পরে উপজেলার ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে শীতার্ত মানুষের মধ্যে।
উপজেলায় সরকারিভাবে বেসরকারিভাবে দরিদ্র, নিম্ন আয়ের মানুষ সহ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা প্রয়োজন বলে অভিজ্ঞমহল মনে করেন।
ছবি- শ্যামনগরে ফুটপাতের দোকানে শীতবস্ত্র ক্রয় ও বিক্রয়ের চিত্র।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024