|
Date: 2024-01-18 11:15:14 |
রাজশাহী বাগমারার শিশু মুসা আহমেদ; শিশুটি কিডনিজনিত জটিলতায় ভুগছেন।
মুসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ/ সাবেক পিজি হাসপাতালে) ডি-ব্লকে ভর্তি ছিলেন এখন তারা গ্রামের বাড়িতে অবস্থান করছে।
শিশু মুসার শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে; এখন শুধু দ্বিতীয় ডোজ ইনজেকশন শরীরে পুশ করার অপেক্ষায়। এই দুটো ইনজেকশনই তার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। ফলে কিছুদিন পরেই দ্বিতীয় ডোজের এক্সপেন্সিভ ইনজেকশনসহ আরো কিছু টেস্ট করানো ও মেডিসিন ক্রয় খুব জরুরি ।
কোন সুহৃদ সাহায্য করতে চাইলে মুসা (musa)রেফারেন্স দিয়ে আমার নিচের নাম্বারে বিকাশ করবেন প্লিজ।
০১৭২৯৩২০৯৮৩ (আমার বিকাশ নাম্বার)
বি:দ্র: কোন কারণে আমার মোবাইল বন্ধ পেলে বা টাকা পাঠানোর পর আপনার একাউন্ট নাম/আপনার নাম, নাম্বার ও টাকার পরিমাণ টেক্সট করবেন প্লিজ।
© Deshchitro 2024