|
Date: 2024-01-18 12:12:45 |
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে আগামী ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। নতুন দায়িত্ব নেওয়ার পরএটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভারত সফরে যাচ্ছি আগামী ৭ ফেব্রুয়ারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যাব। সম্ভবত সফরটা তিন দিনের জন্য। এখনো চূড়ান্ত হয়নি। তবে ৭ ফেব্রুয়ারি যাচ্ছি।’
দিল্লি সফরে আলোচনায় কোন বিষয়গুলো থাকবে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এখনো রেডি (প্রস্তুত) হয়নি। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি এখনো ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার উড়োজাহাজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার প্রস্তুতি ছিল হাছান মাহমুদের। তবে আবহাওয়াজনিত কারণে শেষ অবধি আবার উগান্ডায় যাওয়া হয়নি মন্ত্রীর। আজ রাতে উগান্ডায় উদ্দেশে ফের ঢাকায় ছাড়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
© Deshchitro 2024