৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় নীলফামারীর ডোমার উপজেলা পর্যায়ে একক ও দ্বৈত ব্যাডমিন্টন ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ই জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে বালক ও বালিকাদের একক ও দ্বৈত ব্যাডমিন্টন ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী দলের প্রশিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বালকদের দ্বৈত ব্যাডমিন্টন ইভেন্টে গোমনাতী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বালিকাদের দ্বৈত ব্যাডমিন্টনে ডোমার বালিকা বিদ্যা নিকেতনকে হারিয়ে চাম্পিয়ন হয়েছে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এছাড়া বালকদের একক ব্যাডমিন্টনে চাম্পিয়ন হয়েছে গোমনাতী উচ্চ বিদ্যালয় ও বালিকাদের চাম্পিয়ন হয়েছে ডোমার বালিকা বিদ্যা নিকেতন।

উল্লেখ্য, আগামী রবিবার (২১শে জানুয়ারী) এবছরের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024