প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় নীলফামারীর ডোমারে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

আজ বৃহস্পতিবার (১৮ই জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা শহরের স্টেশন সহ আরও বেশ কয়েকটি এলাকায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জলিলুর রহমান জলিল, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেবব্রত রায় তপু, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান রাকিব, যুগ্ম-আহ্বায়ক মোঃ তানভীর রশিদ তুর্য্য, মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম সোহেল প্রমুখ।

এবিষয়ে ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবীম বলেন, চলমান শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। মানবেতর জীবনযাপন করছেন অসহায় শীতার্তরা। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আমরা ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের জনকল্যাণমুখী এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024