- বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে শৈলকুপার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি বনি আমিন এর পরিচালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ, কিশোর অপরাধ, মানব পাচার, মাদক বিরোধী কার্যক্রম ও মানসম্মত শিক্ষা বিষয় নিয়ে মতবিনিময় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এএসএম রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আবদুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুননবী কালু, পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম সহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন | সম্পাদক : ওয়াহিদুজ্জামান
© Deshchitro 2024