সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলায় পানিতে ডুবে মো. ইব্রাহীম নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া মোল্লাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইব্রাহীম ওই গ্রামের ওমান প্রবাসী মোঃ শরিফুল ইসলামের ছেলে।

প্রতিবেশি মীর সাব্বির জানান, শিশুটির মা ইব্রাহীমকে খাওয়ানোর পরে নিজে সকালের নাস্তা করছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পিছনে মোঃ গোলামের ঘেরের দিকে গেলে ঘেরের পানিতে শিশু ইব্রাহীমকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়া পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর পিতা শরিফুল ইসলাম বলেন, ইব্রাহীম আমার দ্বিতীয় সন্তান।

দশ বছর বয়সের একটি মেয়ে রয়েছে আমার। আমি সাত দিন হলো ওমান থেকে দেশে এসেছি। আমি আমার আদরের সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে চৌবাড়িয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024