গাজীপুরপর শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা, যানজট নিরসন, যত্রতত্র দূর্ঘটনা প্রতিরোধে অবৈধ পাকিং,স্থাপনা,ভাসমান দোকান ও সরকারের নিষিদ্ধ ঘোষিত অটোরিক্স এর বিরুদ্ধে অভিযান  কার্যক্রম পরিচালনা করেছেন মাওনা হাইওয়ে থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ৪টায় মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাসের নেতৃত্বে  মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে পল্লি বিদুৎ মোড়ের মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সর্তক করে হাইওয়ে থানা পুলিশ। এ সময় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর অবৈধ সিঁড়ি,গ্যাসের চুলা ও বোতল জব্দ করা হয়।


 স্থানীয়রা দীর্ঘদিন ধরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচেছদের কারণে মাওনা হাইওয়ে থানা পুলিশকে সাধুবাদ জানান।


আবুল কাজল নামে এক পথচারী  জানান, অবৈধভাবে গড়ে উঠা ফুটপাতের দোকানগুলোর কারণ রাস্তায় চলাফেরা মুশকিল হয়ে যায়। তাই মাওনা হাইওয়ে থানা পুলিশ যে কাজটি করেছেন সেজন্য ওসি সাহেব প্রশংসার দাবি রাখেন বলে জানান এই পথচারী।


মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাসের বলেন, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে আমরা আগে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা গ্রহন করেছি। তাই মাওনা চৌরাস্তায় আসপাশে অবৈধ ভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনার আজ উচ্ছেদ করেছি। নিয়মিত ভাবে এই উচ্ছেদ অভিযান পরিচলনার হবে।


 তিনি আরও বলেন, মহাসড়কে অটোরিকশাসহ থ্রি-হুলারসহ ফিটনেস বিহীন গাড়ি কোন ভাবেই সড়কে চলতে দেওয়া হবে। নিয়মিত রেকারিং কার্যক্রম পরিচালনা করার কথা জানান তিনি।  কোন ভাবেই মহাসড়কে বিশৃংখলা বরদাস্ত করবেনা মাওনা হাইওয়ে পুলিশ এমনটাই সাংবাদিকদের জানান। 


এছাড়াও এসময় মাইকিং করে মহাসড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা,পাকিংকারীদের সর্তক করা হয়।


এসময়  আরো উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার এ এস আই রফিকসহ পুলিশ সদস্যবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024