শ্যামনগর গাবুরায় সেচ মেশিনে কাপড় জড়িয়ে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরায় চিংড়ী ঘেরে পানি সেচ দিতে গিয়ে নিজের স্যালো মেশিনে শীত বস্ত্র গলার মামলার জড়িয়ে মোঃ উজ্জল হোসেন(২৭) নামে এক চিংড়ী ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার লক্ষিèখালী গ্রামে।

মৃত ব্যক্তি খলিশাবুনিয়া গ্রামের মোঃ হযরত আলী গাইনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

গাবুরা ইউপির উন্নয়ন কর্মী মনিরুজ্জামান জানান, রাতে নিজ বাড়ী থেকে নিজের চিংড়ী ঘেরে পানি উঠানোর জন্য বের হয়ে যান। সকালে স্থানীয়রা তাকে নিজ চিংড়ী ঘেরে স্যালো মেশিনে নিজের শীত বস্ত্র গলার মামলার জড়িয়ে মৃত অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে শ্যামনগর থানায় নিয়ে আসেন।

স্থানীয়রা অনেকে মত প্রকাশ করে বলেন বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন ময়না তদন্ত শেষে মৃত ব্যক্তির মৃত্যুর প্রকৃত ঘটনাটি জানা যাবে।

ছবি- শ্যামনগর গাবুরায় স্যালো মেশিনে কাপড় জড়িয়ে মৃত ব্যক্তি।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024