কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩ -২৪ ইং শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর লক্ষ্যে একটি অস্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। 


শনিবার সকালে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, বিটিএমসি'র

চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন পিএসসি,এনডিসি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোঃ জাকির হোসেন অস্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে

কুড়িগ্রাম টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। 


এসময় কুড়িগ্রামের জেলাপ্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশসুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সদর ইউএনও, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। 


সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আগামী ২০২৩ - ২৪ ইং শিক্ষাবর্ষের মধ্যেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু

করার লক্ষ্যে  জেলা প্রশাসন সহ সকলেই 

পেশাদারিত্বের সাথে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং সংশ্লিষ্ট সকলেই সরকারের অভিষ্ট লক্ষ্য পূরণের নিমিত্তে দ্রুতই যাতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় সে বিষয়ে একাগ্রতা, নিষ্ঠা ও নি:স্বার্থ ভাবে ভাইস চ্যান্সেলরকে সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রেখেছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024