কুয়াশার চাদরে ঢাকা নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা। মাঘের শুরুতে প্রতিদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে উপজেলার প্রায় সারা এলাকা। উপজেলাটি ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। উপজেলার উত্তরে ভারতের মেঘালয় পাহাড় । মেঘালয় পাহাড় নিকটবর্তী হওয়ায় শীতের তীব্রতাও একটু বেশী অনুভুত হয়। প্রতিদিন রাতে এমন ভাবে কুয়াশা পড়ে যেন মনে হয় বৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশার কারণে চতুর দিক থাকে অন্ধকারাচ্ছন্ন। ঘন কুয়াশার কারণ যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সকাল ১১.০০টার পূর্বে দেখা যায় না সূর্যের মুখ।  বিকাল হতেই আবার শুরু হয় কুয়াশা।


কলমাকান্দা উপজেলা কৃষি  নির্ভরশীল। ঘন  কুয়াশা থাকার কারণে ব্যহত হচ্ছে কৃষিকাজ ।   ঘন কুয়াশা এবং শীতের কারণে সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষ, শিশু এবং বয়স্করা ।  অনেকে আক্রান্ত হচ্ছেন শীতকালিন রোগে।  শিশু ও বয়স্ক মানুষই বেশী আক্রান্ত হচ্ছে ঠান্ডা জনিত রোগে। শিশুরা আক্রান্ত হচ্ছে সর্দি কাঁশি ও শ্বাসকষ্ট রোগে। শনিবার (২০ জানুয়ারী) সকালে পেশাগত দায়িত্ব পালনে মোটর সাইকেল যোগে বেড় হয়েছিলাম। কিছু সময় যেতে ভীজে একাকার।  মনে হলো যেন অঝোরে বৃষ্টি হচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024