|
Date: 2024-01-20 08:04:01 |
ভূজপুর-রামগড় সড়ক দুর্ঘটনায় আনোয়ার ইসলাম ইনাম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
(১৯জানুয়ারী) শুক্রবার বিকাল ৪টার দিকে ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারে সামনে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার ইসলাম ইসলাম ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র। তার বাড়ির ভূজপুর রবার ড্রেম এলাকায়।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপরীত দিক থেকে আশা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আনোয়ার ইসলাম ইনাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাক চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাই ।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন- আমরা ঘটনাস্থলে এসেছি। ঘাতক ট্রাক টিকে জব্দ করি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ হস্তান্তর করা হবে।
© Deshchitro 2024