পটুয়াখালীর গলাচিপায় এসএসসি ও দাখিল পরীক্ষা কেমন হবে এবং পাবলিক পরীক্ষার ভীতি দুরু করতে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সাথে ১৪টি কেন্দ্রে  সাড়ে ৩ হাজার এসএসসি ও দাখিল শিক্ষার্থীর জন্য প্রস্তুতিমুলক পরীক্ষা নেয়া হয়েছে। উপজেলার প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন। ব্যতিক্রমি এমন আয়োজনে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। 


পরীক্ষা ভীতি কাটাতে শহরের শিক্ষার্থীরা নিয়মিত মডেল টেস্ট দেন। কিন্তু মফস্বল ও গ্রামের শিক্ষার্থীদের তেমন কোন পরীক্ষা সাধারনত নেয়া হয় না। কিন্তু এবার পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এস.এস.সি ও দাখিল পরীক্ষা কেমন হবে, পরীক্ষা হলের পরিবেশ কেমন থাকবে, সে সম্পর্কে ধারনা দিতে উপজেলা ব্যাপী প্রস্তুতি মুলক পরীক্ষার আয়োজন করা হয় । যাতে উপজেলার ১৪ টি কেন্দ্রে সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই পরীক্ষায় যারা ভাল করবে তারা পুরস্কার পাবে আর যারা খারাপ করবে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হবে। 


 

নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) , গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় আর শিক্ষার্থীরা বলছে, এই্ আয়োজন তাদের পাবলিক পরীক্ষার ভীতি অনেক কমিয়ে দিয়েছে। 


আবুল কালাম সাঈদ  ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানান, এরকম পরীক্ষা তারা এই প্রথম নিলেন। উপজেলা প্রশাসনের এমন আয়োজনে শিক্ষার্থীরা উপকৃত হবে।


মোঃ মহিউদ্দিন আল হেলাল,  উপজেলা নির্বাহী কর্মকর্তা, গলাচিপা । এরকম উদ্যোগ বাস্তবায়নের কারনে  শিক্ষার্থীরা মূল পরীক্ষায় প্রস্তুতি আরো ভালো ভাবে নিতে পারবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024