পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য ক্যাম্পাস বাস  এ ভিটিএস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে উক্ত সিস্টেম ব্যাবহার করে, বাসের লোকেশন জানতে পারবে এবং সঠিক সময়ে নির্ধারিত বাস স্টপেজ থেকে বাসে উঠে  ক্যাম্পাসে আসতে পারবে।  


ভেহিক্যাল ট্রাফিক সিস্টেম (ভিটিএস) এবং পরিবহন পুলের জন্য ওয়ার্কশপের শুভ উদ্বোধন  করে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। 


উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক ড. এস এম মোস্তাফা কামাল, কোষাধ্যক্ষ ড. কে এম সালাহউদ্দীন। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সঞ্চলনা করেন পরিবহন পুলের প্রশাসন ড. মোঃ রাহিদুল ইসলাম। 




এ সময় আরো উপস্থিত  ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ । 


 উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন,আলোচনা সভায় উপাচার্য বলেন, বর্তমানে প্রযুক্তির ব্যবহার সর্বত্র হচ্ছে। আমরাও প্রযুক্তির যথার্থ ব্যবহার করছি। আমরা কোন জায়গাতে গেলে এখন গুগল ব্যবহার করে লোকেশন বের করি। ভেহিক্যাল ট্র‍্যাকিং সিস্টেম সারা বিশ্বের সাধারণ একটা বিষয় হলেও আমাদের দেশে এখনো এটার প্রচলন ঐভাবে হয়নি। আমরা এই প্রযুক্তিটি চালু করতে পেরে আনন্দিত। 


এবিষয়ে তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার এখন সর্বত্রই হচ্ছে। তবে আমাদেরকে প্রযুক্তির ইতিবাচক দিকটা ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাসে যে প্রযুক্তির ব্যবহার আমরা শুরু করেছি আশা করি এর সুফল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই ভোগ করতে পারবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024