|
Date: 2024-01-20 12:34:49 |
ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের জামালপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠিত
ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের জামালপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
শুক্রবার( ১৯ জানুয়ারি) বিকেল ৩ টায় জামালপুর জেলার সদর উপজেলার জামালপুর পিটিআই সংলগ্ন মোজাম্মেল হক মাস্টার পাঠাগারে ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের জামালপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৪-২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়।
কবি ও শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে পরিবেশ ও সমাজকর্মী মোহাম্মদ এনামুল হক রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও কথাসাহিত্যিক ড. জেবুন নেছা রীনা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি,গবেষক ও কথাসাহিত্যিক নাজমা মমতাজ।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কবি ও কথাসাহিত্যিক বিল্লাল মাহমুদ মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার একেএম কামরুল হাসান রিয়েলসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার লেখকবৃন্দ।
দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ এবং ৭ সদস্যবিশিষ্ট সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সম্মানিত উপদেষ্টামণ্ডলী হলেন মোঃ আমির উদ্দিন,মোঃ আশরাফ আলী, এস.এম.এ. আউয়াল,মোঃ আবুল বাসার, মোঃ এনামুল হক রতন,মাহমুদ হালিম এবং মিনহাজ উদ্দিন স্বপথ।
কার্যনির্বাহী পরিষদে বীর মুক্তিযোদ্ধা ও কবি আলী আক্কাছ সভাপতি এবং কবি ও সংগঠক মোঃ পারভেজ সরকার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি খন্দকার মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক হৃদয় লোহানী, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম তাহের, দপ্তর সম্পাদক মোহাম্মদ সারোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান সরকার, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক মল্লিকা রানী দাস, তথ্য ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক সম্পাদক এরশাদ জাহান।
নির্বাহী সদস্য (১) মাহফিজুল হক এবং (২) মোঃ নূরে আলম সিদ্দিকী হীরা।
দ্বিবার্ষিক সম্মেলনে কার্যনির্বাহী পরিষদ গঠন শেষে ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের সাপ্তাহিক নিয়মিত সাহিত্য আড্ডা চতুরঙ ৪০২ তম আসর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সম্মানিত লেখকবৃন্দ মুক্ত আলোচনা, স্বরচিত পাঠ ও আবৃত্তি করেন।
© Deshchitro 2024