পঞ্চমবার ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী-লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন- যুক্তরাজ্য আওয়ামীলীগ বেডফোর্ড শাখার সভাপতি আজিব উল্লাহ ও লন্ডন আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল হক জিল্লুসহ যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ।


যুক্তরাজ্য আওয়ামীলীগ বেডফোর্ড শাখার সভাপতি আজিব উল্লাহ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিভিন্ন উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্পসহ দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 


তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে উন্নয়নকে প্রাধিকার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ধন্যবাদ জানান।


মঙ্গলবার দুপুরে(১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর গণভবনে শুভেচ্ছা জানানোর সময় যুক্তরাজ্য  আওয়ামী-লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীদের জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু তুমুল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024